আগামী ২১ জুলাই শহীদ স্মরণে ধর্মতলার সভাকে সামনে রেখে রবিবার কুলটিতে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের ডাকে আয়োজিত হয় এই মিছিল।
এদিনের এই মিছিলে ব্যাপক জন সমাগম হয়। এই মিছিল কুলটির রানিতলা থেকে শুরু হয়ে শেষ হয় বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে বরাকরের বেগুনীয়া মোড়ের কাছে। মিছিল শেষে এক সভার আয়োজন করা হয়। এই সভা থেকে ২১ জুলাই ধর্মতলার সভাকে সাফল্যমণ্ডিত করে তোলার আহ্বান জানান উপস্থিত তৃণমূল নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি, আসানসোল কর্পোরেশনের ডেপুটি মেয়র তবাসুম আরা, কুলটির ব্লক সভাপতি মহেশ্বর মুখার্জী সহ স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ।
Like Us On Facebook