বাবাকে খুনের অভিযোগ উঠল দুই ছেলের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি কালনার মন্তেশ্বরের মামুদপুর গ্রামের। মৃত ব্যক্তির নাম আকালে মঝি(৪৭)। পেশায় খেতমজুর।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামে মনসা পূজো ছিল। সেই উপলক্ষে ঝাপান মেলা চলছে গ্রামে। বুধবার মদ্যপ অবস্থায় আকালে মাঝি তাঁর স্ত্রীকে মারধর করে। জখম অবস্থায় তাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। বাড়ি ফিরে আকালে মাঝির তিন ছেলে মাকে মারধরের খবর শুনে মদ্যপ অবস্থায় তারা শাবল ও লাঠি দিয়ে নৃশংস ভাবে পিটিয়ে মারে বাবাকে। এরপরই তিন ছেলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্তেশ্বর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।

Like Us On Facebook