পড়াশোনায় অমনোযোগী হওয়ায় মা বকাবকি করেন। সেই অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল নবম শ্রেণির ছাত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার বেলাড়ী গ্রামে। মৃতার নাম ঈষিকা লাহা(১৪)। সে বেলাড়ী হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। সম্প্রতি সে পড়াশুনায় অমনোযোগী হয়ে উঠেছিল। তাই তার মা ওই ছাত্রীকে বকাবকি করেন। বৃহস্পতিবার সকালে এই অভিমানে মেয়েটি বাড়ির দোতলার ঘরে গিয়ে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে।
ছাত্রীর বাবা আদিত্য লাহা জানান, মেয়ে পড়তে বসার নাম করে উপড়ে ঘরে চলে যায়। তারপর অনেকক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয়। দরজা ভেঙে দেখেন মেয়ে গলায় দড়ি দিয়েছে। তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।
Like Us On Facebook