বর্ধমানের মোহনবাগান মাঠ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল প্রাচীন গণেশ মূর্তি। এদিন মাটি খোঁড়ার সময় পাওয়া যায় কষ্টিপাথরের প্রাচীন মূর্তিটি। বর্ধমান থানার পুলিশ মূর্তিটি থানায় নিয়ে যায়। ইতিমধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের সংগ্রহশালার জন্য এটি সংগ্রহ করতে চেয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বর্ধমানের মোহনবাগান মাঠ সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের তারাবাগ ক্যাম্পাসে একটি পুকুর সংস্কারের জন্য পুকুরটি খনন করা হচ্ছিল। খনন কাজ চালানোর সময় শ্রমিকরা একটি কষ্ঠিপাথরের মূর্তি দেখতে পান। মূর্তিটি উদ্ধার করে বর্ধমান থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের সংগ্রহশালার জন্য এটি সংগ্রহ করতে চেয়েছেন।

Like Us On Facebook