.
বুধবার বর্ধমানের নতুনগঞ্জের বিজয় চতুষ্পাঠীতে সাপের আতঙ্ক ছড়াল। বর্ধমানের মহারাজা বিজয়চাঁদ মহতাব প্রতিষ্ঠা করেছিলেন স্কুলটি। প্রায় ১২০ বছরের পুরানো স্কুলের ভবনটি সংস্কারের অভাবে ভাঙাচোরা আবস্থা বলে দাবি স্কুলের শিক্ষকদের। স্কুলের ভগ্নদশার কারণে প্রায়ই সাপের উপদ্রব হয় বলে জানান স্কুলের শিক্ষকরা। বুধবারে ফের একটি সাপ দেখা যায় স্কুলে। সেই সময় স্কুলে ছাত্র না থাকায় কোন সমস্য হয় নি বলে জানা গেছে।
Like Us On Facebook