শনিবার খুশির ঈদে মাতল দুই বর্ধমান। এদিন সকালে মুসলিম ধর্মপ্রাণ মানুষ মসজিদে নামাজ পাঠ করেন। নামাজের পর একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। বর্ধমান শহরের কার্জনগেট সংলগ্ন টাউনহলে আয়োজিত হয় নামাজের মূল অনুষ্ঠান। টাউনহল ময়দানে এদিন বহু মানুষ নামাজ পাঠে অংশ নেন।
দুর্গাপুরের দেশবন্ধু নগরেও নামাজ পাঠ করেন এলাকার মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ। নঈম নগর, আজাদ নগর, স্টিল টাউনশিপ সহ কাঁকসার দানবাবার মাজারেও শনিবার সকালে নামাজ পাঠ করেন অগণিত ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ। এদিন কাঁকসা থানার পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট জনদের শুভেচ্ছা জানান হয়।
এদিন আসানসোলের ওয়াকফ স্টেটের তত্ত্বাবধানে ইদগাতে নমাজ পাঠের শেষে খুশির ঈদে মেতে ওঠেন আপামর জনসাধারণ৷ উপস্থিত জনসাধারণের সাথে পারস্পরিক কোলাকুলির মাধ্যমে খুশির বার্তা আদান প্রদান ও করমর্দনে মেতে ওঠেন মন্ত্রী মলয় ঘটক, মহানাগরিক জীতেন্দ্র তেওয়ারি ও এডিডিএ’র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়৷ এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পারিষদ সদস্য অভিজিৎ ঘটক সহ আরও অনেকে৷