ট্রেনে ফ্রান্সের এক যুবতীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বর্ধমান স্টেশনের জিআরপি। জানা গেছে, ধৃতের নাম আরশাদ হোসেন। ঝাড়খন্ডের পাকুর জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার জামালপুর-হাওড়া এক্সপ্রেসে হাওড়া আসছিলেন ফ্রান্সের এক যুবতী পর্যটক ও তাঁর পুরুষ সঙ্গী। ট্রেনের এস-৮ কামরাতেই পাকুড় আসছিলেন আরশাদ হোসেন নামে এক কেন্দ্রীয় সরকারি কর্মী। বিদেশিনীর অভিযোগ, তাঁদের রিজার্ভেশন না থাকায় তাঁরা কামরার গেটের কাছে দাঁড়িয়েছিলেন। ট্রেন পাকুড় স্টেশনে ঢোকার আগে আরশাদ নামার জন্য তৈরি হয়ে গেটে আসেন। সে সময় আরশাদ তাঁর শ্লীলতাহানি করে। তাঁর চিৎকারে অন্যান্য যাত্রীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় আরপিএফকে। এরপর আরশাদকে বর্ধমান স্টেশনে নিয়ে আসা হয়। সেখানেই ওই যুবতী লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়। ধৃতকে জেল হেফাজতে পাঠিয়ে বৃহস্পতিবার ফের আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক। ধৃতের আইনজীবী আরশাদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন।