সোমবার আসানসোলের কুলটি সেল ওয়ার্কস কারখানার অস্থায়ী শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। অস্থায়ী শ্রমিকদের ধর্মঘটের জেরে কারখানার উৎপাদন ব্যাহত হয়। ধর্মঘটের পর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন শ্রমিকদের প্রতিনিধি দল। বেতন বৃদ্ধির বিষয়ে কর্তৃপক্ষের তরফে আশ্বাস পেলে ধর্মঘট প্রত্যাহার করেন অস্থায়ী কর্মীরা।