ডায়েরিয়ার প্রকোপ শহর বর্ধমানের ৭ নম্বর ওয়ার্ডের গুডশেড রোড আমপাড়া এলাকায়। গত ২৪ ঘন্টায় এই এলাকায় প্রায় ২০ জন বমি ও পেটের সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশ কয়েকজন অসুস্থ হয়ে বাড়িতে শয্যাশায়ী।
এলাকার বাসিন্দারা জানান গত ২ দিনে প্রায় ১৫ জন বমি সহ পেটের গন্ডগোল নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। গত ১০দিন আগে ওই এলাকার সাধুমতি স্কুলের মোড়ে পৌরসভার নতুন ড্রেন নির্মাণের সময় জলের পাইপ ফেটে যায়। তখন এলাকায় জল সাপ্লাই বন্ধ ছিল। পুরসভা থেকে জলের গাড়ি পাঠানো হয়েছিল। দিন তিনেক আগে ফের জল সরবরাহ শুরু হয়। এলাকাবাসীদের অভিযোগ, এখনও কলে ঘোলা জল আসছে। বাধ্য হয়েই ওই জল খেতে হচ্ছে। ওই জলের কারণেই এই ঘটনা বলে এলাকাবাসীদের দাবি। যদিও, জলের কারণেই এই ঘটনা মানতে চায়নি পুরসভা।
Like Us On Facebook