এবছরের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সপ্তম স্থান অধিকার করল বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র দেবাঞ্জন ভট্টাচার্য। তার প্রাপ্ত নম্বর ৬৮৩। বর্ধমান শহরের অফিসার্স কলোনীর বাসিন্দা দেবাঞ্জনের বাবা সুব্রত কুমার ভট্টাচার্য বর্ধমান শহরের সর্বমঙ্গলা পাড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ। মা অঞ্জনা ভট্টাচার্য একজন গৃহবধু।
দেবাঞ্জন জানিয়েছে, নবম শ্রেণিতে ওঠার পরই পড়াশোনার জন্য বাড়িতে টিভি বন্ধ করে দেওয়া হয়। তাই এদিন টিভি দেখতে পায়নি। বিভিন্ন শিক্ষকরাই তাকে ফোন করে এই খবর জানান। দেবাঞ্জন জানিয়েছে, বাংলায় সে পেয়েছে ৯৭, ইংরেজিতে ৯৪, অংকে ১০০, পদার্থবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানে ৯৯ করে এবং ভূগোল ও ইতিহাসে সে পেয়েছে ৯৭ করে। টেষ্টে সে পেয়েছিল ৬৫৩। বিজ্ঞান নিয়েই সে পড়াশোনার পাশাপাশি মেডিকেল জয়েন্টেও সে বসার প্রস্তুতি নিচ্ছে। তবে সে ডাক্তার নয়, চায় শিক্ষক হতে। সেক্ষেত্রে মেডিকেলে সুযোগ না পেলে কলেজ অধ্যাপক হবার জন্য চেষ্টা করবে।
দেবাঞ্জনের বাবা সুব্রতবাবু জানিয়েছেন, দেবাঞ্জন তার ইচ্ছানুসারেই পড়াশোনা করুক – এটাই তাঁরা চাইছেন। মা অঞ্জনা ভট্টাচার্যও জানিয়েছেন, দেবাঞ্জন যে বিষয় নিয়ে পড়াশোনা করতে চায় তা নিয়েই সে পড়াশোনা করুক এটাই তাঁরা চাইছেন। কোনো কিছু চাপিয়ে দিতে চাইছেন না। দেবাঞ্জন জানিয়েছে, ৭টি বিষয়েই তার গৃহশিক্ষক ছিল। গড়ে ১০-১১ ঘন্টা প্রতিদিন সে পড়াশোনা করেছে। পড়াশোনার বাইরে যোগব্যায়াম, আঁকা এবং গান শোনার অভ্যাস রয়েছে। ভাল লাগে জীবনমুখী গান। তার ভাল লাগে উত্তম কুমার অভিনীত ছায়াছবি। তার চোখে হিরো উত্তম কুমারই।