বাসি মাছ ও মাংস রাখার অভিযোগে ঢলদিঘির মৃগয়া রেস্টুরেন্টকে খাবার বিক্রি বন্ধের নির্দেশ বর্ধমান পৌরসভার। গত ৪ মে বর্ধমান পৌরসভা হোটেল ও রেস্টুরেন্টগুলিতে অভিযান চালায় আর সেই অভিযানেই বাসি মাছ ও মাংস পাওয়া যাওয়ার জেরেই বন্ধ করে দেওয়া হল মৃগয়া রেস্টুরেন্ট। সোমবার সন্ধ্যায় পৌরপতি স্বরূপ দত্ত এই কথা জানান।
উল্লেখ্য, ভাগাড় কান্ডের জেরে ৪ মে দুপুরে তিনটি হোটেলে অভিযান চালায় বর্ধমান পৌরসভা। মৃগয়া হোটেলের রেস্টুরেন্টে গিয়ে চক্ষু চড়ক গাছ হয় পৌর আধিকারিকদের। ওই হোটেলের ফ্রিজ থেকে বের হয় কয়েকদিন আগের ভেটকি মাছ, পাওয়া যায় টুকরো করা বেশ কিছু কালো হয়ে যাওয়া মাংস। পুর আধিকারিকরা সেই সব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যান।
সোমবার পুরসভার পক্ষ থেকে হোটেলের মালিককে একটি নোটিশ পাঠিয়ে হোটেলের রেস্টুরেন্টে খাবার বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুরপতি জানান, ওই হোটেলের খাবারের মান নিয়ে পুরসভার কাছে অনেক অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে ওই হোটেলের রেস্টুরেন্ট পরিদর্শন করা হয়। তাতে রান্নাঘর থেকে পচা ও বাসি খাবার মেলে।