অবৈধ নির্মাণ ভাঙল আসানসোল পুরসভা। বুধবার কুলটির কলেজ রোডে নিকাশি নালার উপর অবৈধ নির্মাণ ভেঙে দিল পুরসভা।

জানা গেছে, আসানসোল পুরসভার অন্তর্গত কুলটির ৭২নং ওয়ার্ডের কলেজ রোডে নিকাশি নালার উপর অবৈধভাবে নির্মাণকার্য চালাচ্ছিলেন এক ব্যক্তি। পুরসভার পক্ষ থেকে ওই ব্যক্তিকে বারবার অবৈধ নির্মাণ বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও সেই নির্দেশ অগ্রাহ্য করেই তিনি নির্মাণ চালিয়ে যাচ্ছিলেন। শেষমেষ বুধবার আসানসোল পুরসভার সহকারি ইঞ্জিনিয়ার ও বরো চেয়ারম্যানের উপস্থিতিতে ভেঙে ফেলা হয় ওই অবৈধ নির্মাণ।

Like Us On Facebook