ফাইল চিত্র

যানজটের জেরে মৃত্যুর অভিযোগ উঠল এক অসুস্থ যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বর্ধমান-আরামবাগ রোডে। মৃত যুবকের নাম শ্রীমন্ত দাস (২৭)। বাড়ি কেন্দুর গ্রামে। মৃতের ভাই তুফান দাস জানিয়েছেন, শ্রীমন্তবাবু কেন্দুর সমবায়ের সেলস ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

শুক্রবার সকালে প্রতিদিনের মতই তিনি অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিলেন। এই সময় আচমকাই তিনি মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে বমিও হয়। এরপরই বাড়ির লোকজন তাঁকে নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু এদিন কার্যত বর্ধমান আরামবাগ রোডে সগড়াই মোড় থেকে দামোদর নদের কৃষক সেতু পর্যন্ত তীব্র যানজট থাকায় প্রায় ২ ঘণ্টা তাঁদের রাস্তাতেই আটকে থাকতে হয়। এরপর তাঁরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পৌঁছানোর পর চিকিৎসক শ্রীমন্তবাবুকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তুফান দাস অভিযোগ করেছেন, তীব্র যানজটের জন্যই তাঁর দাদাকে সময়ে হাসপাতাল পৌঁছাতে পারেননি। দ্রুত হাসপাতাল পৌঁছানো গেলে হয়ত তিনি তাঁর দাদাকে বাঁচাতে পারতেন।

Like Us On Facebook