ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা বর্ধমানের জাতীয় সড়কে। মৃত্যু হল তিন সঙ্গীত শিল্পীর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের তেজগঞ্জের কাছে। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যাওয়া কলকাতামুখী একটি ট্রাকের পিছনে শিল্পীদের চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বর্ধমানের তিন সঙ্গীত শিল্পী একটি হুন্ডেই আই-১০ গাড়ি নিয়ে দুর্গাপুরে লাউদোহা এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়েছিলেন। অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে সোমবার সকাল ৮টা নাগাদ তেজগঞ্জের কাছে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। গাড়িতে ছিলেন সঙ্গীত শিল্পী মৈত্রী হাজরা (৩২) ও তাঁর স্বামী দেবজ্যোতি হাজরা (৩৭) ও যন্ত্রশিল্পী লোটন বাগ (৩২)।
জানা গেছে, বর্ধমান ফেরার পথে শিল্পীদের গাড়িটি তেজগঞ্জের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্ক মারে। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা তিনজনই গুরুতর আঘাত পান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। পুলিশ গাড়ির দরজা কেটে তিন আরোহীকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে সঙ্গীত ভক্ত ও বর্ধমানের সঙ্গীত শিল্পীদের মধ্যে।