দুর্গাপুর বণিক সভার কর্তাদের আবেদনে সাড়া দিয়ে দেড় বছর পর ফের ১লা বৈশাখ অন্ডাল এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার উড়ান চালু হচ্ছে।পরিবহণ সচিব আলাপন বন্দোপাধ্যায় রাজ্যের বিভিন্ন বণিক সভাগুলিকে ই-মেলে ১লা বৈশাখ থেকে বিমান চলাচলের খবর জানান।অন্ডাল এয়ারপোর্ট নির্মাণকারী সংস্থা বেঙ্গল এয়ারোট্রোপলিস প্রজেক্ট লিমিটেড (বিএপিএল) সংস্থার কর্তারাও একথা স্বীকার করেছেন।
বিএপিএল সংস্থার সিইও পার্থ ঘোষ বলেন, ১লা বৈশাখ থেকে কলকাতা-দিল্লি ভায়া অন্ডাল এই রুটে এয়ার ইন্ডিয়া সপ্তাহে চার দিন উড়ান চালু করতে চলেছে। দুর্গাপুর বণিক সভার সভাপতি কবি দত্ত সম্প্রতি দুর্গাপুরে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অন্ডাল এয়ারপোর্ট থেকে উড়ান চালুর আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রী বণিক সভার সভাপতি কবি দত্তর সেই আবেদনে সাড়া দিয়ে ফের অন্ডাল এয়ারপোর্ট থেকে বিমান চালু করার উদ্যোগ নেন এবং পরিবহণ সচিব আলাপন বন্দোপাধ্যায়কে বণিক সভার আবেদন বিবেচনা করে অন্ডাল এয়ারপোর্ট থেকে ফের বিমান উড়ানের আবেদন কার্যকরী করার নির্দেশ দেন। ১লা বৈশাখ থেকে অন্ডাল এয়ারপোর্ট থেকে ফের উড়ান চালু হলে দুর্গাপুর, আসানসোল ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলি সহ ধানবাদ, বোকারো এলাকার মানুষও উপকৃত হবেন।