ডেঙ্গু সহ পতঙ্গ বাহিত রোগ দূরীকরণে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চের সামনে থেকে মহিলা কলেজ পর্যন্ত পদযাত্রার আয়োজন করল বর্ধমান পুরসভা। পদযাত্রায় পা মেলান জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, পুরপতি ডা. স্বরূপ দত্ত, কাউন্সিলার খোকন দাস সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও।
জেলাশাসক জানান, পতঙ্গবাহিত রোগ দূরীকরণের জন্য এদিন পথ চলতি মানুষের হাতে তাঁরা লিফলেট তুলে দিয়েছেন। একইসঙ্গে রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন রাখা, ড্রেন পরিস্কার রাখার কাজও এদিন থেকে পুরোদমে গোটা জেলা জুড়েই শুরু করা হয়েছে। খোকন দাস জানান, প্রতি বছরের মত এবারও বর্ধমান পুরসভার উদ্যোগে ডেঙ্গু সহ বিভিন্ন রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি পুরসভার পক্ষ থেকেও ব্যাপক অভিযান শুরু করা হয়েছে।
Like Us On Facebook