নবম শ্রেণির ছাত্রীর বিয়ে আটকালো প্রশাসন। ঘটনাটি ঘটেছে ভাতার থামার আমারুণ গ্রামে। মঙ্গলবারই ছিল বিবাহের নির্দিষ্ট দিন। মন্ডপ তৈরি হয়ে গিয়েছে। আত্মীয়রাও এসেছেন কেউ কেউ। এরই মধ্যে সোমবার নাবালিকার বাড়িতে হাজির হন ব্লক প্রশাসনের কর্তারা।
১৪ বছর বয়সী নাবালিকা ছাত্রীর বিবাহ স্থির করেছিল পরিবার। সোমবার খবর পেয়েই বাড়িতে হাজির হন প্রশাসনের কর্তা সহ কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। দীর্ঘক্ষণ বোঝানো হয় পরিবারের সদস্যদের। প্রাথমিক অবস্থায় তারা মানতে না চাইলেও পরে প্রশাসনের চাপে মানতে বাধ্য হন। নেওয়া হয় পরিবারের কাছ থেকে মুচলেখাও। নাবালিকা আমারুণ স্টেশন শিক্ষা নিকেতনের নবম শ্রেণির ছাত্রী। প্রশাসন এবং কন্যাশ্রী সদস্যদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
Like Us On Facebook