লিঙ্ক না থাকায় পোস্ট অফিসের গ্রাহকরা চরম অসুবিধায় পড়েছেন। পূর্ব বর্ধমানের বড়শুল উন্নয়নী পোস্ট অফিসের পরিষেবা কার্যত ২৬ দিন ধরে বন্ধ। সাধারণ গ্রাহকরা টাকা জমা দেওয়া ও তুলতে গিয়ে ফিরে যাচ্ছেন। পেনশনার থেকে বয়স্ক নাগরিকরা তাঁদের সঞ্চয়ের টাকা এই পোস্ট অফিসে রেখে সুদের টাকা তুলতে না পারায় অসুবিধায় পড়ছেন। সাব পোস্ট অফিসের পোস্ট মাস্টার সুকুমার মন্ডল জানান, হেডঅফিসে বহুবার জানিয়েছি কোন সুরাহা হয়নি। পোস্ট অফিসের ঘরটি ভগ্নপ্রায় যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে। ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। বুধবার গ্রাহকরা পোস্ট অফিসে এসে পরিষেবা না পাওয়ায় বিক্ষোভ দেখান।
অন্যদিকে, বর্ধমান ১নং ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে দীর্ঘদিন ধরে লিঙ্ক না থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। সাধারণ মানুষের অভিযোগ গত ১৯ ফ্রেব্রুয়ারি থেকে লিঙ্ক না থাকায় দপ্তরে এসেও বহু গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভবপর হচ্ছে না। ফলে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত সার্চিং, খতিয়ান, মিউটেশন, পর্চা সহ বিভিন্ন কাজ করা যাচ্ছে না। ফলে একদিকে যেমন সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ঠিক তেমনি সরকারী রাজস্বেরও ক্ষতি হচ্ছে।