বুদবুদের টিএন গেটের কাছে ২ নং জাতীয় সড়কে শুক্রবার ভোররাতে উল্টে গেল একটি ট্রাক। হোয়াইট সিমেন্ট বোঝাই দুর্গাপুরগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নজুলিতে উল্টে যায়।
জানা গেছে, শুক্রবার ভোরে বুদবুদের টিএন গেটের কাছে জাতীয় সড়কে দুর্গাপুরগামী একটি বার চাকা ট্রাক উল্টে যায়। হোয়াইট সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে গেলে ট্রাকের চালক ও খালাসি উভয়েই গুরুতর আহত হয়। একই সঙ্গে জাতীয় সড়কে যান চলাচলও বিঘ্ন ঘটে বেশ কিছুক্ষণ। বুদবুদ থানার পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে দুটি ক্রেন নিয়ে এসে নয়নজুলি থেকে ট্রাকটিকে উদ্ধার করে পুলিশ।
Like Us On Facebook