ব্যবসায় লোকসানের জেরে মানসিক অবসাদ থেকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম গৌতম ব্যানার্জী(৪৩)। বাড়ি বর্ধমান শহরের ভাতছালা এলাকায়।
মৃতের পরিবারের তরফে জানা গেছে, পেশায় ইলেক্ট্রিক সরঞ্জাম ব্যবসায়ী গৌতম বেশ কয়েক মাস ধরেই ব্যবসায় লোকসানের ফলে মানসিক অবসাদে ভুগছিলেন।সোমবার সকালে ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পরই নিজের ঘরে দরজা আটকে দেন। প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে ঢুকলে ফ্যানের সঙ্গে গলায় গামছা লাগানো অবস্থায় গৌতমকে ঝুলতে দেখেন তাঁরা। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়।পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করে। যেখানে গৌতম তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে লিখে গেছেন। যদিও সুইসাইড নোটটি গৌতমেরই লেখা কিনা খতিয়ে দেখছে পুলিশ।
Like Us On Facebook