.
পঞ্চম শ্রেণিতে ভর্তির দাবিতে মঙ্গলবার ফের অভিভাবকরা বিক্ষোভ দেখালেন বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাইস্কুলে। এদিন অভিভাবকরা বলেন, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দপ্তর থেকে তাঁদের মেয়েদের নাম স্কুলে পাঠালেও ভর্তি নিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। তাঁরা আরও জানান, এদিনও প্রধান শিক্ষিকা স্কুলে আসেননি, ফলে ভর্তি হতে আসা মেয়েদের নিয়ে ফিরে যান অভিভাবকরা। শহরে আরও কয়েকটি বালিকা বিদ্যালয় থাকলেই অভিভাবকরা এই স্কুলেই তাঁদের মেয়েদের ভর্তি করতে চাইছেন। জানা গেছে, ইতিমধ্যেই পঞ্চম শ্রেণির তিনটি বিভাগে ২৫০ ছাত্রী ভর্তি হয়েছে।
Like Us On Facebook