২৭জন ছাত্রীর বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তির দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার সাময়িক উত্তেজনা দেখা দিল স্কুল চত্বরে। গত প্রায় ২ মাস ধরে ওই মেয়েদের অভিভাবকরা প্রশাসনের দরজায় দরজায় ঘুরে চলেছেন বলে অভিযোগ।
মঙ্গলবার স্কুলে ওই ছাত্রীদের ভর্তির জন্য স্কুলের অভিমত জানানোর কথা ছিল স্কুলের প্রধান শিক্ষিকা শ্রাবণী মল্লিকের। কিন্তু এদিন তিনি অসুস্থ হয়ে যাওয়ায় স্কুলে আসতে পারেননি বলে জানিয়েছেন। এদিকে, সকাল থেকেই ওই ২৭জন ছাত্রীর অভিভাবকরা স্কুলে এসে জড় হন। কিন্তু প্রধান শিক্ষিকা না আসায় কার্যতই তাঁরা এদিন হতাশ হয়ে পড়েন এবং উত্তেজনা বাড়তে থাকে। বিষয়টি ক্রমশই আয়ত্ত্বের বাইরে যেতে থাকায় স্কুলের প্রধান করণিক দেবু গাঙ্গুলী হস্তক্ষেপ করেন। পরে অভিভাবকরা লিখিতভাবে তাঁদের মেয়েদের নামের তালিকা জমা দেন তাঁর কাছে। দেবু গাঙ্গুলী জানিয়েছেন, এই তালিকা প্রধান শিক্ষিকার কাছে তাঁরা পাঠিয়ে দেবেন। অন্যদিকে, জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) খগেন্দ্রনাথ রায় জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।