ফের ভিনরাজ্যে বাংলার দুই যুবকের রহস্য মৃত্যু। গুরুতরভাবে অসুস্থ হয়ে তাঁদের সঙ্গে কাজে যাওয়া আরও এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন। দেহ ফেরাতে প্রশাসনের দারস্থ পরিবার।

জানা গেছে, চলতি বছরের ২০ জানুয়ারি পূর্ব বর্ধমানের রসুলপুর এলাকা থেকে ১৫-১৬ জন যুবককে অন্ধ্রপ্রদেশে রাজমিস্ত্রীর কাজে নিয়ে যান পার্শ্ববর্তী এলাকার সুশান্ত সরকার নামে এক ব্যক্তি। শুক্রবার দুপুর নাগাদ সম্রাট তুড়ি নামে এক যুবকের মৃত্যুর খবর আসে তাঁর পরিবারের কাছে। অন্যদিকে প্রসেনজিৎ কোড়া নামে চাঁচাইয়ের বাসিন্দা আরও একজনের মৃত্যুরও খবর জানানো হয়েছে বলে দাবি জরেন সম্রাটের পরিবার ও তাঁর প্রতিবেশীরা। এমনকি তাঁরা আরও দাবি করেন যে তাঁদেরই পার্শ্ববর্তী এলাকার ভোলা তুড়ি নামে অপর এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাঁর একটি কিডনি নষ্ট হয়ে গেছে বলেও জানানো হয়েছে। মৃত্যুর কারণ হিসাবে খাদ্যে বিষক্রিয়া বলে জানানো হলেও তা মানতে নারাজ সম্রাটের পরিবার। সম্রাটের মা ও প্রতিবেশীদের দাবি ১ ফেব্রুয়ারি সম্রাটের সঙ্গে দুপুরেই কথা হয় তাঁদের। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ২ তারিখ দুপুরে তার মৃত্যুর খবর জানানো হয়। তাঁদের দাবি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে সঠিক তদন্ত করা হোক। দেহ ফিরিয়ে আনতে প্রশাসনের দারস্থ হয়েছে সম্রাটের পরিবার।

Like Us On Facebook