সন্ধ্যা নামলেই বাড়িতে উড়ে আসছে ইট। সরস্বতী পুজোর সময় থেকেই শুরু হয়েছে এই উপদ্রব। এই ঘটনায় কয়েকজন আহত হওয়ার পর আতঙ্কিত কুলটি থানার লালবাজার তাঁতিপাড়ার বাসিন্দারা। পুলিশে অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরস্বতী পুজোর দিন প্রথম শুরু হয় ইট পড়া। ওইদিন সন্ধ্যায় একটি বাড়িতে ইট পড়ার খবর জানতে পেরে স্থানীয়রা উৎস খুঁজতে বের হন। কিন্তু কিছুই পাওয়া যায় নি। কয়েকদিন বন্ধ থাকার পর ফের শনিবার থেকে শুরু হয়েছে ইট পড়া। জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা নামলেই তাঁতিপাড়ার কয়েকটি বাড়িতে শুরু হয়ে যাচ্ছে ইটবৃষ্টি। কে বা কারা কোথা থেকে ইট ছুঁড়ছে তার কোন হদিশ পাচ্ছেন না এলাকাবাসী। সন্ধ্যার পর ইট বৃষ্টির আতঙ্কে মানুষজন বাড়ি থেকে বের হতে পারছেন না। ঘটনার কথা পুলিশকে জানিয়েছেন স্থানীয়রা।
Like Us On Facebook