নির্ভুল রেজাল্ট প্রকাশ করতে হবে, জিএসক্যাশ সেল চালু করতে হবে ও স্বজনপোষণ বন্ধের দাবি সহ মোট ৭ দফা দাবির ভিত্তিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর কাছে স্মারকলিপি দিল ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটি।

সোমবার বর্ধমান স্টেশন থেকে মিছিল করে বিশ্ববিদ্যালয় চত্বরে আসেন এসএফআইয়ের কর্মীরা। এসএফআইয়ের জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে এবং মেধাকে প্রাধান্য দিতে হবে, বিশ্ববিদ্যালয় সহ কলেজ ক্যাম্পাসে জিএসক্যাশ(gender sensitization committee against sexual harassment) সেল চালু করতে হবে, সঠিক সময়ে ত্রুটিমুক্ত ফল প্রকাশ ও নিয়োগে দুর্নীতি বন্ধ করতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন, ছাত্র বিরোধী স্টুডেন্ট কাউন্সিলকে বাদ দিয়ে ছাত্র সংসদ নির্বাচনকে বহাল রাখতে হবে।

Like Us On Facebook