উন্নত প্রযুক্তিতে রাস্তা ও বাঁধ নির্মাণে এবার রাজ্যে পাটের ব্যবহার করা হচ্ছে। দেশের কয়েকটি রাজ্যে রাস্তা ও বাঁধ নির্মাণে পাটের ব্যবহারে সুফল মিলেছে। শুক্রবার বর্ধমানের বিডিএ হলে একথা জানালেন ওয়াটার রিসোর্স ইনভেস্টিগশন অ্যান্ড ডেভেলপমেন্ট দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি সুব্রত গুপ্ত। উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, ন্যাশনাল জুট বোর্ডের টেকনোলজিস্ট প্রমুখ।
জুট জিওটেক্সটাইল টেকনোলজি ব্যবহার করে রাজ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বিভিন্ন রাস্তা তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। এই প্রযুক্তি ব্যবহার করে মাটির ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে। নদী বা ক্যানেলের পাড় বাঁধানোর ক্ষেত্রেও এই প্রযুক্তি খুবই কার্যকারী হচ্ছে বলে জানা গেছে। এই প্রযুক্তি ব্যবহার করে বর্ধমান, বীরভূম, হুগলি ও দুই ২৪ পরগণার বেশ কিছু রাস্তা তৈরি হচ্ছে। এই প্রযুক্তিতে পাটের তৈরি বিশেষ ধরণের চাদর ব্যবহার করা হচ্ছে।