বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরের কেষ্টপুর উত্তরপাড়া এলাকায় পুকুর থেকে নজরুল ইসলাম বিশ্বাস (২৭) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়াল। জানা গেছে, মৃত যুবক তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন।
নজরুলের বোন জুঁই খাতুন জানিয়েছেন, নজরুল প্রতিদিন রাতে খাবার খেয়ে পাড়ায় গিয়ে আড্ডা দিত। বুধবার রাতেও সে বেরিয়ে যায়। তার আগে তার মোবাইলে ফোন আসে। মাঝে মাঝে রাতে আবার ক্রিকেট খেলা থাকলেও বেরিয়ে যেত। রাত বাড়তে থাকায় দাদা বাড়ি ফিরে না আসায় তারা খোঁজাখুঁজি শুরু করে। এরপর বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে রেললাইনের ধারে একটা পুকুরে তার দেহ উদ্ধার হয়। মৃতদেহে আঘাতের চিহ্ন থাকায় তাকে পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। একইসঙ্গে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছেন তিনি।
অন্যদিকে, এদিন সকালে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ দেহ উদ্ধার করতে গেলে স্থানীয়রা ঘটনার তদন্ত চেয়ে দেহ উদ্ধারে বাধা দেয়। পুলিশ কুকুর নিয়ে আসার দাবি জানান গ্রামবাসীরা। পরে গ্রামবাসীদের দাবি মেনে পুলিশ কুকুর নিয়ে আসা হয়। প্রণয়ঘটিত কোন কারণে তাকে খুন করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। গ্রামবাসীদের দাবি, নজরুলের এই খুনের পিছনে এক বা একাধিক ব্যক্তির হাত থাকতে পারে। এব্যাপারে পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কুণাল আগরওয়াল জানিয়েছেন, এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। কি করে ঘটনা ঘটলো সেটা ময়না তদন্তের রিপোর্টের পরে জানা যাবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।