বাম আমলে সুস্থ সংস্কৃতি বলে কিছু ছিল না। ছাত্র-যুবদের মধ্যে কেবল নিজেদের রাজনৈতিক চিন্তাধারাকে চাপিয়ে দেওয়াই ছিল ওদের সংস্কৃতি। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সমাজের ভবিষ্যত ছাত্র ও যুব সমাজকে সুস্থ সংস্কৃতির চর্চার মধ্যে নিয়ে আসতেই গতবছর থেকে শুরু হয়েছে এই ছাত্র-যুব
উৎসব।

মঙ্গলবার বর্ধমানের রায়ান হাইস্কুলে এই ছাত্র-যুব উৎসবের উদ্বোধন করতে এসে বামেদের এইভাবেই সমালোচনা করে গেলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন বর্ধমান ১ নং ব্লকের দুদিন ব্যাপী ছাত্র-যুব উৎসবের সূচনা হয় সুসজ্জিত শোভাযাত্রার মধ্য দিয়ে। শোভাযাত্রায় পা মেলান মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক নিশীথ মালিক, অলোক মাঝি, বর্ধমান সদর ১নং ব্লকের বিডিও দেবদুলাল বিশ্বাস সহ অন্যান্যরা। ২ দিন ব্যাপী এই অনুষ্ঠানে রয়েছে নানা ধরণের প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও।

Like Us On Facebook