মুখ্যমন্ত্রীর কন্যাশ্রীর আদর্শকে পাথেয় করেই নজীরবিহীন উদ্যোগ নিল বাজেপ্রতাপপুরের পৌষালী মেলা কমিটি। বর্ধমান শহরের ৪নং ওয়ার্ডের প্রাচীন ব্যবসায়িক কেন্দ্রকে তুলে ধরতে গতবছর থেকে শুরু হওয়া পৌষালী মেলা থেকে উদ্বৃত্ত অর্থে ১০জন কন্যার পড়াশোনার দায়ভার তুলে নিল মেলা কমিটি। মেলার উদ্বোধনের প্রাক্কালে বুধবার মেলা কমিটির পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
বুধবার ২য় বর্ষ পৌষালী মেলা উপলক্ষ্যে সাংবাদিক বৈঠকে ৪নং ওয়ার্ড নাগরিক কমিটির সম্পাদক তথা মেলা কমিটির সম্পাদক নুরুল আলম জানান, মুখ্যমন্ত্রী রাজ্যের কন্যাশ্রীর মাধ্যমে অষ্টম শ্রেণী থেকে ছাত্রীদের পড়াশোনার খরচ দিচ্ছেন। সেই আদর্শেই অনুপ্রাণিত হয়ে তাঁরা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এলাকার ১০জন গরীব ও দুঃস্থ ছাত্রীকে দত্তক নিচ্ছেন। সারাবছরের পড়াশোনার যাবতীয় খরচ তাঁরা দেবেন। এজন্য পৃথক দুই সদস্যের একটি কমিটি এবং ব্যাঙ্ক এ্যাকাউণ্টও তাঁরা খুলেছেন। এছাড়াও এলাকার স্বাস্থ্য ও খেলাধূলার সম্প্রসারণের লক্ষ্যে এই এলাকার ৩৫টি ক্লাবকে প্রতিবছর এই মেলা থেকে ক্রীড়া সরঞ্জাম তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছেন। মেলা প্রাঙ্গণে এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে। পাশাপাশি যদি কোনো দুঃস্থ বা গরীব মানুষের কোনো রোগের জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রেও তাঁরা সেই রোগীর পাশে দাঁড়াবেন।
এদিন বৈঠকে হাজির থাকা কাউন্সিলার মহম্মদ আলি জানিয়েছেন, ১২ জানুয়ারী মেলার উদ্বোধন করবেন অভিনেত্রী রচনা ব্যানার্জী এবং বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ অজ্ঞেয়ানন্দ মহারাজ। ওইদিন বিবেকানন্দের জন্মদিবস তথা যুবদিবস হিসাবে পালিত হওয়ায় এই যুবদিবসের উদ্বোধন করবেন অভিনেত্রী রচনা ব্যানার্জী। পৌষালী মেলার উদ্বোধন করবেন স্বামী অজ্ঞেয়ানন্দজী মহারাজ। এছাড়াও বিভিন্ন দিনে হাজির থাকবেন নামীদামী শিল্পী সহ স্থানীয় শিল্পীরাও। হাজির থাকবেন অভিনেতা প্রসেনজিৎ, নুসরত জাহান, শ্রাবন্তী চ্যাটার্জ্জী, দেব ও শুভশ্রী প্রমুখরাও। হাজির থাকবেন গায়ক সাব্বির কুমারও। পৌষালী মেলার মূল আকর্ষণ পিঠেপুলিও থাকছে মেলা প্রাঙ্গণে। মেলা চলবে ১৯ জানুয়ারী পর্যন্ত। মেলার শেষদিনে থাকছে মা মাটি মানুষ যাত্রানুষ্ঠান এবং লটারী প্রতিযোগিতা।