বৃহস্পতিবার বর্ধমানের আলমগঞ্জ কল্পতরু মাঠে ১৭তম শিশুমেলার উদ্বোধন করলেন বিশিষ্ট অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে নারী ও শিশু এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা জানিয়ে গেলেন, মিড-ডে মিল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আধার সংযুক্তির কাজ চলছে।

এদিন উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, প্রদীপ জ্বালানো সহজ কাজ, কিন্তু তাকে জ্বালিয়ে রাখাই কঠিন কাজ। শিশুদেরও তাই সাবলীলভাবে বেড়ে উঠতে দিতে হবে। অন্যান্যদের মধ্যে এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, পুরপতি ডা. স্বরূপ দত্ত, চিলড্রেন কালচারাল সেণ্টারের কার্যকরী সভাপতি খোকন দাস সহ অন্যান্যরা।


Like Us On Facebook