নতুন বছরের শুরুতেই এক তরতাজা যুবকের প্রাণ কেড়ে নিল অবৈধ কয়লা বোঝাই একটি ট্রাক। অন্ডাল থানার অন্তর্গত কাজোড়ার মন্ডল পাড়ার দুই যুবক বাপি লায়েক (২৫) ও কিংশুক মন্ডল (২২) প্রাতঃভ্রমণে বেরিয়ে দুই বন্ধু রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলার সময় পিছন থেকে একটি দ্রুতগামী কয়লা বোঝাই ট্রাক ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বাপি লায়েক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এবং কিংশুক মন্ডল গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা চোখের সামনে বাপির মর্মান্তিক মৃত্যু মেনে নিতে না পেরে ক্ষোভে ফেটে পড়ে জনবহুল বহুলা রোডে কয়লা বোঝাই ট্রাক চলাচল বন্ধ ও ঘাতক গাড়িটিকে আটক করে গাড়ির চালককে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে। এদিকে ঘটনায় আর এক আহত কিংশুক মন্ডলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অন্ডাল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।