অবরোধের জেরে আটকে পড়লেন কৃষিমন্ত্রী আশীষ ব্যানার্জী। পারিবারিক অশান্তির কারণে এক যুবককে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বর্ধমান-বোলপুর জাতীয় সড়কের (এনএইচ ২বি) শিবদা মোড়ে। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন বাস বা বিভিন্ন যানবাহনের আরোহীরা।

জানা গেছে, সেখ নূরের স্ত্রীর অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ রাতে তাকে গ্রেপ্তার করে। তাকে ছেড়ে দেওয়ার দাবি নিয়ে গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে। শেষে মন্ত্রী আশীষ ব্যানার্জী ও পুলিশের আশ্বাসে স্থানীয় বাসিন্দারা অবরোধ তুলে নেয়। কৃষিমন্ত্রী বর্ধমানের কৃষি খামারে মাটি উৎসব মাঠে যাচ্ছিলেন মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে। আগামী ২ জানুয়ারি মাটি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


Like Us On Facebook