কাকভোরে বর্ধমানের জাতীয় সড়কে দুর্ঘটনা। ২ নম্বর জাতীয় সড়কের চান্ডুল মোড়ের কাছে একটি ধানের তুষ বোঝাই ওভারলোডেড ট্রাক বডি ভেঙে উল্টে যায়। ফলে জাতীয় সড়কের দুর্গাপুরের দিকের লেন বেশ কয়েক ঘন্টা ধরে বন্ধ হয়ে যায় যান চলাচল। চরম দুর্ভোগে পড়ে দূরপাল্লার বাস সহ বিভিন্ন যানবাহন।
স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ২ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর অভিমুখে যাওয়া একটি ধানের তুষ বোঝাই দশ চাকা ট্রাক বডি ভেঙে উল্টে যায়। ঘটনার পর ট্রাকের চালক এবং খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর ফলে দুর্গাপুর অভিমুখী লেনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে অ্যাম্বুলেন্স সহ বহু যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিকভাবে ক্রেন নিয়ে গিয়েও পুলিশ গাড়িটি সরাতে ব্যর্থ হয়। প্রথমে দুর্গাপুর অভিমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পড়ে কলকাতা অভিমুখী লেনেও যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বড় ক্রেন ও বিশাল পুলিশ বাহিনী গিয়ে ট্রাকটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। স্থানীয় মানুষজন জানান, এই ঘটনার জেরে জাতীয় সড়কে প্রায় ৬ ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। চরম ভোগান্তির সম্মুখীন হয় গাড়িচালক সহ যাত্রীরা।