আগামী ২ জানুয়ারি সপ্তম মাটি উৎসবের উদ্বোধন এবং একইসঙ্গে প্রশাসনিক বৈঠক করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মাটি উৎসব এবং মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি নিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর নির্দেশ জারী হল। এদিনের বৈঠকে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলার সমস্ত দপ্তরের আধিকারিক সহ জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকরাও।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, যেহেতু ২ জানুয়ারি মুখ্যমন্ত্রী মাটি উৎসবের উদ্বোধন করবেন এবং একইদিনে জেলার প্রশাসনিক বৈঠকও করবেন তাই এদিন সমস্ত দপ্তরের কাজের অগ্রগতির খতিয়ান তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তিনি জানিয়েছেন, প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী হাজির থাকবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। সেক্ষেত্রে অন্যান্য জেলার মতই মুখ্যসচিব এই প্রশাসনিক বৈঠক করবেন। সভাধিপতি জানিয়েছেন, প্রতিবারের মত এবারও মুখ্যমন্ত্রী জেলার বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। মৎস্য, কৃষি এবং উদ্যানপালন দপ্তরের কৃতি কৃষকদের সম্মানিত করা হবে। সভাধিপতি জানিয়েছেন, জেলায় যে সমস্ত কাজগুলি অসমাপ্ত রয়েছে সেগুলি দ্রুত শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে এদিন। একইসঙ্গে কোন্ কোন্ প্রকল্পের শিলান্যাস এবং কোন্ কোন্ প্রকল্পের উদ্বোধন করা হবে তার তালিকাও প্রস্তুত করতে বিভিন্ন দপ্তরকে এদিন নির্দেশ দেওয়া হয়েছে।