.
অন্ডাল থানার অন্তর্গত ময়রা কোলিয়ারি বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের পথ অবরোধ। শুক্রবার সকালে শ্রমিকরা ময়রা কোলিয়ারি বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে অন্ডাল থেকে উখড়া যাওয়ার মূল সড়ক অবরোধ করে ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। প্রায় ৩০ মিনিট অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা। শ্রমিকরা বলেন, কোলিয়ারি বেসরকারিকরণের লক্ষ্যেই কর্তৃপক্ষ খনি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ম্যানেজমেন্টের এই উদ্দেশ্য আমরা সফল হতে দেব না।
Like Us On Facebook