.

রাজস্থানে মালদার আফরাজুল খান খুনের ঘটনার প্রতিবাদে বড়শুল ১নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। মোমবাতি মিছিলে অংশ নিয়ে সেখ মহম্মদ মহসীন বলেন, ঘটনার প্রতিবাদে আজ আমরা মোমবাতি মিছিল করেছি। অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি দাবি করছি। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পরিবারটিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামীকাল একটি প্রতিনিধি দল তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যাবে। দেশে এরকম ঘটনা কখনও দেখিনি। এর দায় রাজস্থানের বিজেপি সরকার এবং কেন্দ্রের মোদি সরকার এড়াতে পারে না।

Like Us On Facebook