লোকসভা ভোটের প্রায় দেড় বছর দেরি। তার আগেই ঘর গোছাতে নেমে পড়ল বিজেপি। বিজেপির উচ্চপর্যায়ের বৈঠক হল বর্ধমানে। এদিন সকাল থেকেই শহরের একটি হোটেলে ৮ টি লোকসভা কেন্দ্রের কার্যকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন দলের সর্বোচ্চ নেতারা। এদিন দলের সভায় হাজির ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায় সহ আরও অনেকে। বৈঠকের শেষে নেতারা বোঝালেন শাসক দলকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তারা।
এদিন সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ ও মুকুল রায়। এদিন রাজস্থানের ঘটনাকে দুঃখজনক ও নিন্দনীয় বললেন দিলীপ ঘোষ। বললেন আইন হাতে তুলে নেবার অধিকার কারও নেই। অনুব্রতর ওষুধের পালটা ওষুধ তাদের কাছে মজুত আছে বলে দাবি দিলীপ ঘোষের। এদিন মুকুল রায় আবার “বাচ্চা ছেলে” বলে আক্রমণ শানালেন অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে। অন্যদিকে তাঁর দাবি বর্ধমান সহ গোটা বাংলা পরিবর্তনের পরিবর্তন চাইছে। বিরোধী দলের নেতাদের ফোনে আড়িপাতার অভিযোগ আবার তোলেন তিনি। এমনকি শাসকদলের নেতারাও এর শিকার বলে দাবি মুকুলের।