.

বুধবার কৃষি ও কৃষক বাঁচাও কমিটি ১৬ দফা দাবি সম্বলিত এক স্মারকলিপ জমা দেয় পূর্ব বর্ধমানের জেলাশাসককে। সংগঠনের দাবি, ফসলের ক্ষতির কারণে চাষিদের আত্মহত্যার ঘটনা বাড়ছে। বোরো চাষে চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে স্বজন-পোষণ হচ্ছে। আমন ধান ওঠার মুখে শোষক পোকার আক্রমণে আমন চাষও ক্ষতিগ্রস্ত। সবমিলিয়ে চাষিরা চরম সমস্যার মধ্যে রয়েছেন। ক্ষতিগ্রস্ত চাষিদের বিঘা প্রতি সাত হাজার টাকা ক্ষতিপূরণ, কৃষি ঋণ মুকুব, ধানের সহায়ক মূল্য কুইন্ট্যাল প্রতি ১৮০০ টাকা করা, সমস্ত চাষিদের শস্যবিমার আওতায় আনা, আত্মঘাতী চাষিদের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া সহ একগুচ্ছ দাবিতে কৃষি ও কৃষক বাঁচাও কমিটি স্মারকলিপ জমা দেয় পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের কাছে।

Like Us On Facebook