বোরো চাষে ক্ষতিগ্রস্ত চাষীরা ক্ষতিপূরণ না পেয়ে বিক্ষোভ দেখাল পূর্ব বর্ধমানের বড়শুল কৃষিদপ্তরে। সোমবার ৫০ – ৬০ জন বাঘার অঞ্চলের কৃষক কৃষিদপ্তরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি দিন চারেক আগে এলাকার বোরো চাষে ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণ দেওয়া হয়।
কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষী তারা ক্ষতিপূরণ পায় নি। তাদের আরও অভিযোগ অনেক চাষী অল্প জমিতে বোরো চাষ করে বেশী ক্ষতিপূরণ পেয়েছে। অথচ এলাকায় এমন অনেক চাষী আছে যারা নামমাত্র ক্ষতিপূরণ পেয়েছে। তারা অনেক বেশী জমি চাষ করেও হয় অল্প ক্ষতিপূরণ পেয়েছে কিংবা কিছুই পায় নি।
Like Us On Facebook