নোটবন্দীর বর্ষপূর্তি উপলক্ষে গোটা বর্ধমানে কালাদিবস পালন করেছে তৃণমূল কংগ্রেস। বুধবার জেলার মূল কর্মসূচিটি পালিত হয় বর্ধমান শহরে। স্টেশন এবং উৎসব ময়দান থেকে দুটি বড় মিছিল বের হয়। কালো পতাকা নিয়ে মুখে কালো কাপড় বেঁধেও অনেকে মিছিলে অংশ নেন। এদিনের মিছিলে ছিলেন মন্ত্রী তথা জেলা সভাপতি স্বপন দেবনাথ, সভাধিপতি দেবু টুডু, বিডিএ’র চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়। ছিলেন দলীয় বিধায়ক, পুরপতি ও কাউন্সিলাররা। মিছিল কার্জনগেটে উপস্থিত হলে দলের নেতারা বক্তব্য রাখেন। বড় সংখ্যায় দলীয় কর্মীরা অংশ নিয়েছিলেন।
পাশাপাশি নোট বাতিলের বর্ষপূর্তিতে রাজপথে নামল কংগ্রেসও। বর্ধমানের কার্জনগেটে কংগ্রেস কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে ও মোমবাতি জ্বালিয়ে নোট বাতিলের প্রতিবাদে সরব হয়।
Like Us On Facebook