ডেঙ্গি রোধে শুধু সরকারের মুখাপেক্ষী না থেকে উদ্যোগী হতে হবে নিজেদেরকেই, হতে হবে সচেতন নাগরিক। এই বার্তা নিয়েই নিজেদের এলাকায় ডেঙ্গি রোধে অভিযানে নামল এলাকাবাসী। কোন প্রশাসনিক বা সরকারি উদ্যোগ নয়। সমাজ এবং পরিবেশকে রক্ষা করতে পারলেই মিলবে রোগমুক্তি। সেই তাগিদেই রায়ান ১ পঞ্চায়েতের বিজয়রাম এলাকার বাসিন্দারা মঙ্গলবার ভোর হতেই নেমে পড়েন অভিযানে। চলে মশা মারার স্প্রে, ব্লিচিং ছড়ানো, জল জমতে পারে এমন যে কোন পাত্রকে সরিয়ে ফেলার কাজ। এমন কি বাড়ি বাড়ি গেয়ে প্রচারও করা হয় ডেঙ্গি রোধে করনীয় কাজ সম্পর্কে। এলাকায় প্রায় তিন হাজার মানুষের বাস। সকলেই ডেঙ্গি নিয়ে কমবেশী চিন্তিত। তাই নিজেরাই আলোচনার মাধ্যমে উদ্যোগ নিয়ে এই কাজ করছি বলে জানিয়েছেন বাসিন্দারা।
Like Us On Facebook