বর্ধমান হাসপাতালের সামনের রাস্তা যানজট মুক্ত করতে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। হাসপাতাল সংলগ্ন রাস্তায় টোটোর দৌরাত্ম্যে দিনের বেশিরভাগ সময়ে যানজটের সৃষ্টি হয়। ফলে রোগীদের নিয়ে আসা গাড়িগুলি প্রায়ই যানজটে আটকে পড়ে। হাসপাতাল রোড দিয়ে হাসপাতালে আসা মানুষজন ও শহরবাসীর যাতায়াত সুবিধাজনক করে তুলতে সোমবার হাসপাতালে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার ও ডেপুটি সুপার, স্থানীয় কাউন্সিলর সহ পুলিশ ও পরিবহণ দপ্তরের অধিকারিকরা। তাঁরা হাসপাতাল চত্বর সহ আশপাশের রাস্তা ঘুরে দেখে বৈঠকে যানজট সমস্যা সমাধানের জন্য বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।
এদিনের বৈঠকে হাসপাতালের সামনের রাস্তায় টোটো চলাচলের উপর কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী খোসবাগানের দিক থেকে এবং স্টেশনের দিক থেকে আসা টোটোগুলি জরুরি প্রয়োজন ছাড়া হাসপাতালের সামনের রাস্তা দিয়ে যেতে পারবে না। টোটো সহ অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণে আইএমএ অফিসের সামনে এবং রাজ কলেজের কাছে ট্রাফিক পয়েন্ট থাকবে। এছাড়াও হাসপাতালের গেটের আশপাশে অ্যাম্বুলেন্স পার্ক করে রাখা যাবে না। হাসপাতাল এলাকার অ্যাম্বুলেন্স রাখার জন্য একটি পৃথক স্ট্যান্ড তৈরি করা হবে বলে জানা গেছে।