সাপের কামড়ে মৃত্যু হল ছোটবেলুন উচ্চবিদ্যালয়ের এক নবম শ্রেণির ছাত্রীর। মৃতার নাম সুমিতা হাঁসদা। বাড়ি বর্ধমান সদর থানার ছোটবেলুন গ্রামে। মৃতার মা তথা কুড়মুন ১ নং গ্রাম পঞ্চায়েতের সদস্যা মালতি হাঁসদা জানিয়েছেন, সোমবার রাতে খাওয়া দাওয়ার পর মেয়েকে নিয়ে ঘুমাতে যান তিনি। হঠাৎ ১১ টা নাগাদ মেয়ের চিৎকারে ঘুম ভেঙে যাওয়ার পর দেখি একটি সাপ বিছানা থেকে নেমে যাচ্ছে। মেয়ের বাঁ হাতের আঙুলে কামড়ের দাগ দেখেই সঙ্গে সঙ্গে তাকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসলে মঙ্গলবার সকালে মারা যায় সুমিতা।
Like Us On Facebook