গত ২৪ ঘণ্টায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ৯ জন প্রসূতি জন্ম দিলেন ৯ জোড়া যমজ শিশুর। যার মধ্যে ১১টি কন্যা সন্তান। বিরল এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল জুড়ে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এই ধরণের ঘটনা এর আগে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটেনি।

চিকিৎসক মলয় সরকার জানিয়েছেন, মা ও শিশুরা প্রত্যেকেই সুস্থ ও নিরাপদ রয়েছে। জন্ম নেওয়া ১৮ টি শিশুর মধ্যে ১১টি কন্যা সন্তান ও বাকি ৭টি পুত্র সন্তান। আপাতত প্রতিটি শিশু ও তাদের মায়েরা সবাই সুস্থ।

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার হাসপাতালের স্ত্রী এবং প্রসূতি বিভাগে এই নজীরবিহীন ঘটনা ঘটেছে। ৯ জন মা ২৪ ঘন্টার মধ্যে যমজ শিশুর জন্ম দিয়েছেন। এই শিশুদের মধ্যে ৫টি শিশুর ওজন সামান্য কম থাকায় তাঁদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। তাঁদের ‘নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট’ (এন আই সি ইউ) রাখা হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন, যমজ সন্তানের জন্ম দেওয়া ৯ জন মা এবং শিশুরা সুস্থ আছেন।

Like Us On Facebook