শুক্রবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে দেওয়া বুলেটিন অনুযায়ী জেলায় নতুন করে করোনা আক্রান্ত আরও ৮৯ জন। মোট আক্রান্ত ২৭৯৪ জন। সুস্থ হয়েছেন ২২৯৭ জন। চিকিৎসাধীন আছেন ৪৫৪ জন। এখনও পর্যন্ত মারা গেছেন ৪৩ জন।
শুক্রবার বর্ধমান পৌর এলাকায় নতুন করে করোনা আক্রান্ত ২৪ জন, কাটোয়া পৌর এলাকায় ৭ জন, মেমারি পৌর এলাকায় ২ জন, গুসকরা পৌর এলাকায় ৬ জন, আউশগ্রাম ২ নং ব্লকে ১, ভাতাড় ব্লকে ১ জন, বর্ধমান ১ নং ব্লকে ১৫ জন, বর্ধমান ২ নং ব্লকে ৬ জন, গলসি ১ নং ব্লকে ৫ জন, কালনা ১ নং ব্লকে ৩ জন, কাটোয়া ১ নং ব্লকে ১ জন, কাটোয়া ২ নং ব্লকে ১ জন, কেতুগ্রাম ২ নং ব্লকে ২ জন, মেমারি ১ নং ব্লকে ৮ জন, মঙ্গলকোট ব্লকে ২ জন, মন্তেশ্বর ব্লকে ১ জন, পূর্বস্থলী ১ নং ব্লকে ১ জন, পূর্বস্থলী ২ নং ব্লকে ২ জন ও রায়না ১ নং ব্লকে ১ জন।
Like Us On Facebook