আগামী ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে সপ্তম মাটি উৎসব। বর্ধমান জেলা কৃষি খামার প্রাঙ্গণেই মাটি তীর্থ-কৃষি কথার এই উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবছরও এই উৎসব প্রাঙ্গণ থেকে রাজ্যের সেরা কৃষকদের কৃষক সম্মান দেওয়া হবে। এছাড়াও কৃষি সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের উপভোক্তাদের হাতে নানাবিধ সহায়তাও তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানিয়েছেন, এদিনই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মাটি উৎসবের দিনক্ষণ সম্পর্কে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতবছর মাটি উৎসব থেকে মুখ্যমন্ত্রী ৭০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ৩১৬ কোটি টাকার নতুন প্রকল্পের শিলান্যাস করেন। একইসঙ্গে সরকারের বিভিন্ন প্রকল্পে প্রায় ২০২২ জনের হাতে বিভিন্ন প্রকল্পের সহায়তাও তুলে দেন মুখ্যমন্ত্রী। প্রদীপবাবু মঙ্গলবার জানিয়েছেন, এবারও মুখ্যমন্ত্রী মাটি তীর্থ কৃষি কথার মঞ্চ থেকেই রাজ্যের কৃষি ও কৃষকের স্বার্থে একাধিক সহায়তার ঘোষণা করবেন। প্রাণী সম্পদ দপ্তর, কৃষি দপ্তর, উদ্যান পালন ও মৎস্য দপ্তরের উদ্যোগে প্রত্যেক জেলা থেকে বাছাই করা কৃষকদের এবারও কৃষক সম্মানে সম্মানিত করা হবে। এছাড়াও ১৬ লক্ষ হেক্টর চাষ এলাকার ৩০ লক্ষ কৃষক পরিবার যে কৃষক বীমার সুযোগ পেয়েছে তাও এবার তুলে ধরা হবে। পাশাপাশি ৭দিন ব্যাপী নানাবিধ কৃষি বিষয়ক আলোচনারও ব্যবস্থা থাকছে।