রবিবার, ২১ অক্টোবর আজাদ হিন্দ সরকারের ৭৫তম প্রতিষ্ঠা দিবস পালন করতে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ জুড়ে আজাদ হিন্দ সরকার ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে দিনটিকে পালন করা হয় বিজেপির পক্ষ থেকে।
নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এদিন দুর্গাপুর সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় সর্বত্র বিজেপি কর্মীরা এই দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করল। সকালে জাতীয় পতাকা উত্তোলন করে বিজেপি কর্মীরা পরাধীন ভারত ও নেতাজী সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের ইতিহাস তুলে ধরেন দলীয় কর্মীদের সামনে।
আসানসোলেও বিজেপির পক্ষ থেকে এই দিনটিকে পালন করা হয় ৷ রবিবার আসানসোল বাজারে বিজেপির পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির মূর্তিতে মাল্যদানের মাধ্যমে দিনটিকে পালন করেন বিজেপির কর্মী সমর্থকেরা৷ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বর্ষীয়ান নেতা এসএন লাম্বা, নির্মল কর্মকার, শঙ্কর চৌধুরী, মদন মোহন চৌবে, আশা শর্মা, শম্ভু গুপ্তা প্রমুখ৷