পূর্ব বর্ধমান জেলা জুড়ে করোনা সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। সেই সঙ্গে বর্ধমান শহরেও দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। মঙ্গলবার জেলায় নতুন করে ৫২ জন করোনা সংক্রমিত হয়েছেন। তাঁদের মধ্যে ২৮ জন বর্ধমান পুরসভা এলাকার। এদিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও এক রোগীর। এই নিয়ে জেলায় করোনায় মৃত্যু হল ৩ জনের। এই পরিস্থিতি বুধবার থেকে বর্ধমান পুরসভা এলাকায় সাত দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল প্রশাসন।

এদিকে, মঙ্গলবার বর্ধমান পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কালীবাজার আমতলা এলাকার বাসিন্দা পেশায় ঠিকাদার ৫৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। গত তিনদিন আগে জ্বর ও কাশির উপসর্গ নিয়ে তাঁকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। উল্লেখ্য, এনিয়ে জেলায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩-এ। এদিকে বুধবার থেকে টানা সাতদিন বর্ধমান শহরের ৩৫ টি ওয়ার্ডকেই সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে দিলোপূর্ব বর্ধমান জেলা প্রশাসন। অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা ছাড়া সমস্ত কিছু বন্ধ থাকবে বলে নির্দেশ জারি করা হয়েছে।

Like Us On Facebook