৬৯ তম প্রজাতন্ত্র দিবসে পূর্ব বর্ধমান জেলার মূল সরকারি অনুষ্ঠানটি আয়োজিত হয় পুলিশ লাইনে। পতাকা উত্তোলন করেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল। মার্চ পাষ্ট, ট্যাবলো প্রদর্শন সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় প্রজাতন্ত্র দিবস।
প্রজাতন্ত্র দিবসের সকালে বর্ধমানের কার্জনগেটে মানববন্ধনে সামিল হয় জেলা বামফ্রন্ট। জিটি রোডে রাস্তার পাশে বাম কর্মী সমর্থকরা মানববন্ধন করেন। মিনিট দশেক ধরে মানববন্ধনের কর্মসূচি চলে। বিজেপি জেলা যুবমোর্চার পক্ষ থেকে কার্জন গেট চত্বরে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হল ৬৯তম প্রজাতন্ত্র দিবস। উপস্থিত ছিলেন মোর্চার জেলা সভাপতি শ্যামল কুমার রায় সহ অন্যান্যরা।
৬৯তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পারবীরহাটা নিবেদিতা সংঘের পক্ষ থেকে আয়োজন করা হয় একটি রক্তদান শিবিরের। বর্ধমান হাসপাতালের সহযোগিতায় এই রক্তদান শিবিরে রক্ত দেন প্রায় শতাধিক রক্তদাতা। সংগৃহীত রক্ত উদ্যোক্তাদের পক্ষ থেকে তুলে দেওয়া হয় বর্ধমান হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে।