দুর্গাপুর নগর নিগমের ১৪নং ওয়ার্ডের ওল্ড কোর্ট এলাকায় শুক্রবার নির্মল বাংলা অভিযানকে সফল করতে ৩৫০ টি শৌচালয় নির্মাণ প্রকল্পের শিলান্যাস করা হল। জানা গেছে ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মোট ৬০০ টি শৌচালয় বানিয়ে দেবে দুর্গাপুর নগর নিগম। দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ(স্বাস্থ্য) লাভলি রায় প্রকল্পের সূচনা করে বলেন,”খোলা জায়গায় মানুষ যাতে শৌচকর্ম না করে তার জন্য দুর্গাপুর নগর নিগম শৌচালয় বানিয়ে দিচ্ছে।” এই শিলান্যাস অনুষ্ঠানে মেয়র পারিষদ ছাড়াও উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রাখি তেওয়ারি ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবর্গ। ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা মঞ্জু সিং ও অনিমা বাউরি দুর্গাপুর নগর নিগমের এই উদ্যোগকে সাধুবাদ জানান। দুর্গাপুর নগর নিগম সুত্রে জানা গেছে নির্মল বাংলা অভিযানকে সফল করতে দুর্গাপুর নগর নিগম ধাপে ধাপে দুর্গাপুরের সমস্ত ওয়ার্ডে শৌচালয় বানিয়ে দেবে।